সংসারে অভাবের কারণে টিউশনি করে নিজের খরচ মিটিয়ে জিপিএ৫ (গোল্ডেন) পেয়েছে আবদুর রহিম। সে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়তে চায়। বড় হয়ে লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে যোগ দিয়ে সংসারে অভাব ঘোচাতে চায় আবদুর রহিম।
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানী মহাজের পাড়ার মৃত ওসমান আলীর ৩ পুত্র সন্তানের মধ্যে আবদুর রহিম মেঝো। মা তসলিমা বেগম পর্দানশীন গৃহিণী। ওসমান আলী খিলি পানের ব্যবসায়ী। মাত্র ৫ কাঠা জমির পৈতৃক ভিটার ওপর অর্ধাহারে অনাহারের মধ্য দিয়ে পান বিক্রি করে ৩ পুত্র সন্তান মানুষ করার প্রাণান্তর চেষ্টায় ছিলেন ওসমান আলী। এরইমধ্যে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। ব্যবসা বন্ধ করে দেন। বড় ছেলে আজাদ হোসেন (২৫) ব্যবস্থাপনা বিষয়ে অনার্স পাস করে পড়াশোনা বন্ধ করে বাবার চিকিৎসা দেওয়া সহ সংসারের হাল ধরেন। সেই সাথে মেঝো ছেলে নবম শ্রেণী পড়ুয়া আবদুর রহিমও টিউশনি শুরু করে। গত বছর ২৫ জুলাই বাবা মারা যান। আবদুর রহিম এভাবে টিউশনি করে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।
আব্দুর রহিম জানায় - ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম হাই (বিএম) স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ স্যার আমার দরিদ্রতার কারণে পড়াশুনার সকল ব্যয়ভার বহন করেন। আজ স্যারদের কারণেই আমি গোল্ডেন জিপিএ ৫ পেয়েছি।
ভবিষ্যতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে সংসারের দারিদ্রতা ঘোচাতে চায়।
ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুর সামাদ জানান - আমার এখানে অধিকাংশ দরিদ্র পরিবারের সন্তানেরা ফ্রিতে পড়াশোনা করে। এবার আমার স্কুলটি জেলার সেরা ১০ স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে।