তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল রোববার। এই ধাপে পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলার মধ্যে শুধু একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
উল্লেখ্য, প্রতিক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ ২৯ মে।