রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকারী সুবিধার মধ্যে থেকে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহনকারী এক প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
এবিষয়ে ১২ মে রিটার্নিং কর্মকর্তার নিকটউপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্বাচনে অংশগ্রহনকারী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরিফ।
অভিযোগ সূত্রে জানাযায়, আগামী ২১মে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করে স্বপদে বহাল থেকে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মজিদ সরদারের পক্ষে প্রচার প্রচারনা চালানো সহ নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করে চলেছেন এবং নির্বাচনী এলাকায় গিয়ে সাধারন ভোাটারদের সরকারী সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী পরিবেশে সমঅধিকার বিঘিœত করছেন বলে অভিযোগ করেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরিফ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক এর সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপজেলা পরিষদ নির্বাচনী বিধি অনুসরন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।