আসন্ন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) বিকেল ৫ টায় মহিলা শ্রমিক লীগের উদ্যোগে পূর্ রূপসা বাগমারা গণকবর স্থান সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম। মহিলা শ্রমিক লীগ নেত্রী চম্পা বেগমের সভাপতিত্বে ও নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কবির শেখ, ইউনিয়ন যুব মহিলা লীগ নেত্রী শাহিনা আক্তার টুনটুনি, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আসলাম হোসেন তুষার। এছাড়াও বক্তৃতা করেন শ্রমিক লীগ নেতা মো. লিটু বিশ্বাস, মো. আবুল হাসান বেপারি, মো. সোহেল হোসেন লিটন, মো. হানিফ শেখ, নারী নেত্রী সালমা বেগম, জেসমিন বেগম, মুক্তা বেগম, রুমিছা বেগম, রেখা বেগম, লাইজু বেগম, তামান্না বেগম, মো. ফয়সাল শেখ, হোসেন বেপারি, শাহিন শেখ, ফেরদৌস শেখ, জয় প্রমুখ।