পঞ্চগড়ের বোদায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহের আলোচনা সভা রোববার বিকেলে হাঙ্গার ফ্রি ওয়ার্ন্ড অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় চন্দনবাড়ি ইউ’পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন। এ সময় হাঙ্গার ফ্রি ওয়ার্ন্ডের ম্যানেজার মালেকা বানু, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সমন্বয়কারী অনিল চন্দ্র বর্মন। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।