সিনিয়র স্টাফ নার্সদের নার্সিং অফিসার হিসেবে পদোন্নতি’র দাবী জানিয়ে রংপুরে আন্তর্জাতিক নাসের্স দিবস পালিত হয়েছে। রোববার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের একটি র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ জামাল উদ্দিন মিন্টু, ডাঃ শাহ ইয়াকুব আল আজাদ। বক্তব্য রাখেন, নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফ হোসেন শামীম ও স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।