রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য ও কুখ্যাত গরু চোরসহ ৭ জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত শনিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানারএসআই মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জিপি এসট্রাকের সহায়তায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মজুমদার হাট থেকে মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার আরাজি জামালপুর গ্রামের আতাউর রহমান বাদশার ছেলে রবিউল ইসলাম (৪৪) ও একই উপজেলার ছান্দিয়াপুর, রসুলপুর গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম (৫৩) কে চোরাই ডিসকভার মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। অন্যদিকে একই রাতে গরু চুরির মামলায় পীরগঞ্জ থানার কাবিলপুর ইউপির পদ্মহার গ্রামের মেহেদী হাসানের ছেলে কুখ্যাত গরু চোর টিপু সুলতান (২৪) কে চতরা হাট থেকে গ্রেপ্তার করে। এছাড়াও নিয়মিত মামলায় রামনাথপুর ইউপির বড়মজিদপুর গ্রামের আফজাল সরকারের ছেলে সাদেক আলী (৫০), বাগাদুরপুর গ্রামের শ্রী কৈলাশের ছেলে শ্রী রতন কুমার ওরফে রিংকু (২৪)। ওয়ারেন্ট ভুক্ত আসামি দুবরাজপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সাদা মিয়া, মৃত বাবু শেখের ছেলে আঞ্জ ুমিয়াসহ মোট ৭জনকে আসামীকে গ্রেপ্তার করা হয়। রোববার আসামীদের রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আসামীদ্বয় পেশাদার মোটর সাইকেল চোর। এরা পীরগঞ্জ থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি করে পাচার করে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অনেক মামলার তথ্য পাওয় গেছে।