রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাবনা জেলায় শুধু এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৮২৬ জন। পাশ করেছে ২৬ হাজার ৬১৯ জন। পাশের হার ৮৯.২৫%।
পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৪ হাজার ৫৩৮ জন, পাশ করেছে ১২ হাজার ৫৬১ জন। পাশের হার ৮৬.৪০%। আর মেয়ে ১৫ হাজার ২৮৮ জন। পাশ করেছে ১৪ হাজার ৫৮ জন। পাশের হার ৯১.৯৫%।