কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-লেখার মাধ্যমে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে থাকেন। কারিগরি শিক্ষা বোর্ডের লক্ষ্য হলো, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়ন। মানুষ শিক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্যতা প্রমাণ মিলে। যোগ্যতা অনুযায়ী সনদ পত্র দেওয়া হয়। দীর্ঘ পরিশ্রমের ভিত্তিতে একটি সনদ পত্র গড়তে হয়। ঠিক তেমনি কঠোর পরিশ্রম করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়াশোনা করেন ভালো মানের সনদ পাওয়ার জন্য। কথা হচ্ছে পরিশ্রম ছাড়াই যদি সনদ পত্র দুর্নীতি করে পাওয়া যায় তখন কি আর কঠোর পরিশ্রম করে পড়ার প্রয়োজন আছে? নিশ্চয় এত পরিশ্রম করার প্রয়োজন নেই! বলছি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সনদ জালিয়াতির কথা। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির ঘটনা একের পর এক বেরিয়ে আসছে। এটা কারিগরি বোর্ডের জাল সনদ চক্রের দীর্ঘদিনের ফসল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। এই চক্রের নেটওয়ার্ক সারা দেশব্যাপী। মহানগর গোয়েন্দা পুলিশ খিলগাঁও পূর্ব গোড়ান এলাকা থেকে কামরুল হাসান আবেদ নামে একজন জাল সনদ সিন্ডিকেটের অন্যতম সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বাসা থেকে জাল সনদ তৈরির সরঞ্জামাদি ও কারিগরি বোর্ডের নমুনা সংবলিত সার্টিফিকেট জব্দ করে গোয়েন্দা পুলিশ। কারিগরি বোর্ডের অধীনে থাকা হেলথ টেকনোলজিস্টদেরও জাল সনদ দেয়ার ঘটনা উঠে এসেছে। তারা কয়েক হাজার হেলথ টেকনোলজিস্টদের জাল সনদ বিক্রি করেছে। এ নিয়ে চিকিৎসা ক্ষেত্রে হাতাশা দেখা দিয়েছে। এটি একটি ভয়াবহ ঘটনা। কারণ, বিভিন্ন রোগ নির্ণয় বা মেডিকেল টেস্ট হেলথ টেকনোলজিস্টরাই করে থাকে। ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ সবধরনের পরীক্ষা-নিরীক্ষা তারাই করে থাকে। তাদের দেয়া রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক রোগীর চিকিৎসা করেন। ভুল রিপোর্টের কারণে চিকিৎসা করলে রোগীর জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের ঘটনা ইতোমধ্যে ঘটেছে। ভুল রিপোর্ট ও চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে অপ্রীতিকর ঘটনা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠানের মত জায়গায় যদি এভাবে জাল সনদ কারসাজি ঘটে তাহলে কী শিক্ষার উপর মানুষের আস্থা থাকবে? নিশ্চয় থাকবে না। এমন ঘটনা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতিতে পড়বে দেশ। দেশ ও শিক্ষাকে রক্ষা করতে এখনি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আগামীতে এমন অপরাধ মূলক জঘন্য কাজের সাথে যেনো কেউ জড়াতে না পারে এ বিষয়ে সরকারকে সচেতন হতে হবে।