এ পৃথীবিতে যুগে পর যুগ কিছু মানুষের সৃষ্টি হয়,তারা অনেকেই কোটি কোটি টাকায়করে ভোগ-বিলাস। আবার গড়েও তুলে ধন-সম্পদ এবং গাড়ি বাড়ি। কিন্তু এমনও কিছু বিকল্প চিন্তা চেতনার মানুষকে খুজে পাওয়া যায়,জীবনে তার তেমন কোন কিছুর মোহ নেই,নেই তার নূন্যতম মনের ইচ্ছে পূরণের বৃহত উচ্চাকাঙ্খা। জীবন সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে নেই চিন্তা। অতীব ক্ষিণ চিন্তার এই মানুষটির অর্থের কোনো ধরনের লোভ না থাকলেও প্রয়োজন রয়েছে তার পেটে ভাতে বেঁচে থাকার অধিকার। কিন্তু উপার্জনের আদৌ কোনোই পরিকল্পনা নেই,এমন এক প্রতিভাবান,সরল-সরল, কোমল মনের অর্ধবয়সি মানুষ,শুধুই দেখে রঙিন রঙিন স্বপ্ন,চরম আশা আশঙ্কার অনেক ধরনের মিউজিক নিয়ে। মিউজিক জগতের বহু গুণে কিংবা প্রতিভার অধিকারী মানুষটি সবাইকে অবাক করে দিয়েছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বায়শা গ্রামের গোকুল বিশ^াস। তার মিউজিকের নেশা নিত্যদিনের জীবন সঙ্গী। তিনি বলেন, তবলা, খোল, ঢোলহর সকল প্রকার বাদ্য যন্ত্র বাজাতে পারেন এমন এক ব্যাক্তি। তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষ আনন্দ পায় ও বিভিন্ন অনুষ্ঠানে মানুষ কে বিনোদন দিয়ে থাকে। বর্তমানে গোকুল বিশ^াসের বয়স ৭০ বছর, তার বয়স যখন ১০ বছর তখন থেকে তিনি পাতার বাশি বাজানো শুরু করেন। পরবতীতে বয়স বৃদ্ধির সাথে সাথে নিজের ইচ্ছায় বিভিন্ন বাদ্য যন্ত্র বাজানোর চেষ্টা করে। এ ভাবে এক এক বিভিন্ন যন্ত্র বাজানো শিখতে সক্ষম হন। বর্তমানে ১০ প্রকার বাদ্য যন্ত্র বাজাতে পারেন এমন এক প্রতিভাবান গোকুল বিশ^াস। জীবনের বাকি সময়টুকু বাদ্যযন্ত্র বাজিয়ে জীবনটা কাটিয়ে দিতে চান। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে তার কাছ থেকে বাদ্যযন্ত্র বাজানো শিখতে চান। কোন অর্থ না নিয়ে তিনি দাদের শিখাতে চেষ্টা করেন। তিনি বলেন, মানুষের কাছে হাত পেতে খাওয়া প্রয়োজন হয় না, সংসারের কোন চিন্তা নাই। বয়স তার ৭০ বছর এখন তিনি সংসার জীবনে পদার্পন করেননি। তিনি বৈবাহিক জীবনে আর পা রাখবেন না, জীনটা এভাবে জাটিয়ে দিতে চান। তাই এ বয়সেও ঘরে বসে না থেকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাদ্যযন্ত্র বাজান। এটা নাকি তার নেশা ও বিনোদন পান বলে জানান।
অসংখ্য পশুপাখির ডাক নিজের আয়ত্বে নিয়েছে গোলক বিশ্বাস। শুধু তাই নয় ১০ রকম বাদ্য যন্ত্র বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ছোট বেলা থেকে সাংস্কৃতি প্রেমিক এই মানুষটি সারা জীবন ভবঘুরে জীবন যাপন করেছেন। রয়েছে চিরকুমার। মানুষের বিনোদনের জন্য ডেকেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বায়সা গ্রামের মাঠির গন্ধে বেড়ে উঠা এই মানুষটিকে নিয়ে স্থানীয়দের স্নেহ ভালোবাসার শেষ নেই। এলাকার সবাই তাকে ভালবাসে ও সব সময় হাস্যমনে চলাফেরা করে। যুগের বির্বতনে এই শিল্পের মানুষ গুলোর জীবন প্রবাহ অনেকটা থমকে গেছে। এই শিল্প বিলীন হতে বসেছে তাই এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। আগের মত তেমন কোন কোনো উৎসব নেই, মেলানেই, হই-হুল্লাহ ও নেই। বিয়ের কিংবা সামাজিক সব আয়োজন ঘরোয়া, অনাড়ম্বর। এসব অনুষ্ঠান এখন উৎসবহীনতায় পড়েছেন মহাসংকটে।তার পর ও যেকোনো আয়োজনে মানুষকে মাতিয়ে রাখতে চান কালীগঞ্জের গোকুল বিশ^াস। আগডুম, বাগডুম আর ঘোড়াডুমের সেই ঢুলিদের কদরও এখন কমেছে। আগের মতো পাড়ায় পাড়ায় আর বেজে ওঠে না ঢোল। আগে আসর জমিয়ে অনেক ভালো অনুষ্ঠান করা হতো কিন্তু এখন যুগের বির্বতনে এই শিল্পের মানুষ গুলোর জীবন প্রবাহ থমকে গেছে। ছোটবেলা থেকেই তার শখ ছিল বাঁশি বাজানো বাঁশি বাজানোর সেই শখ থেকে এখন শুরু করে বাদ্যযন্ত্র বাজাতে। বাজানা বাজানো গোকুলের অন্যতম সখ। বিগত ৬০ বছর ধরে এমন প্রতিভাবান ব্যাক্তি হাসি মুখে এখন ও অব্যাহত রয়েছে। যে কোনো গানের সুর তুলতে তিনি বাদ্য যন্ত্র বাজাতে পারেন। তিনি বলেন, অনেক সময় চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যাই। দূরে কোথাও গেলে সে সব স্থানে অনেক দিন থাকতে হয়। বিভিন্ন স্থানে গিয়ে কীর্তন, যাত্রাপালা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দার ডাক পড়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজনা বাজিয়ে অনেকে বকশিশ ও দেয়। এতে করে যা আয় হয় দিয়ে নিজের চলা ফেরার সব খরচ হয়ে থাকে। কার কাছে হাত পাততে হয় না। যেহেতু সংসার নাই কোন চিন্তা ও তার ন্ইা।
বাঙালিদের ঐতিহ্যবাহী সকল প্রকার গানের মাধ্যমে তুলে ধরে বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তিনি বলেন গান গুলোকে আরও প্রানবন্ত করে তুলেছে ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্র। সেই বাদ্যযš ¿গুলোর মধ্যে কয়েকটি নিয়েই তার চিন্তা চেতনা। একসময় বহু বাউলশিল্পী বাংলার মাঠঘাটে একতারা হাতে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করে গান বাঁধতেন। সেই একতারার সুরের ঝংকারে নিজেদের মন মাতাত নিজ গ্রামের মানুষের। গোকুল বিশ^াস হারমোনিয়াম, ঢুলি, তবলা, ঢোল, আড়বাশি, গিটার, একতারা, দোতারা, পাতার বাশিসহ অন্তত ১০ প্রকার বাদ্যযন্দ্র বাজাতে পারেন। তার একতারার সুরের মূর্ছনায় ডুবে থাকতেন বাউলরা, আর উপভোগ করত সাধারণ মানুষেরা, একটি যন্ত্র দিয়ে গানের সুরের বৈচিত্র্য ফুটিয়ে তোলেন। গানের অনুষ্ঠানের অন্যতম বাদ্যযন্ত্র ঢোল কথা, সুর ও তাল, এই তিনের সংশ্রিনে জন্ম হয় একটি গানের। জারি, সারি, গম্ভীরা, নৌকাবাইচ, বাউলা গান, হোলিখেলা, গাজনের গান, মঙ্গল শোভাযাত্রা, যাত্রাগান, টপ্পা গান, ছোকরা নাচ, কবি গান, হিন্দুধর্মের বিভিন্ন পূজা অর্চনায় অনুষ্ঠানে তিনি দাওয়াত পান। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বড় বায়শা গ্রামের গান পাগলা এই মানুষটির সাথে দেখা হলে কথার মাঝে মাঝে আমাদের কে শুনান নানা ধরণের বাদ্যযন্ত্রের বাজনা। এ বিদ্যায় পারদশী হওয়াই দেশের বিভিন্ন জায়গা থেকে আসে ডাক, অধিকাংশ সময় বিভিন্ন গন্তব্যে পায়ে হেটে পাড়ি দেন। আবার দুরে কোথাও গেলে পারিশ্রমিক অনেকেই দেয় না। চাওয়া পাওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মানুষের কাছে চেয়ে কিছু পাওয়া যায় না। বাদ্যযন্ত্রে পারদর্শী এই মানুষটি স্বপ্ন দেখেন ভাল কোন মঞ্চে বাজনার তালে তালে দর্শকদের মন মাদিয়ে থাকেন।
মানুষের কাছে গানের তালে তালে এবং বাদ্যযন্ত্র বাজানোটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। ছেলে মেয়েরা তার কাছে বাদ্যযন্ত্রের সহিত কিভাবে গান করতে হয় তা শিখে নিয়েই কলেজ ও বিশ্ববিদ্যালয় কিংবা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিনোদন দিয়ে থাকে। এমন গোকুল বিশ^াস প্রজন্মের প্রতিভাবান তারুণ্যের প্রতিক, স্বল্প ভাষী ৭০ বছর বয়সেই অসংখ্য শ্রোতা এবং দর্শকের হৃদয় জয় করে থাকে। নিজস্ব স্টাইল বজায় রেখেই বাদ্যযন্ত্রে আত্মবিশ্বাসের সাথেই কাজ করে। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে যেন মাতিয়ে তোলেন দর্শকদের মন। মন্ত্রমুগ্ধ বাদ্যের ঢংঙে অনেকেই বায়না করে। গোকুল বিশ^াসের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অনেক পরিকল্পনা, মনের ইচ্ছে পুরনের আকাঙ্খা।