মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে ৪৭ জন, মানবিক বিভাগ হতে দুইজনসহ মোট ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১২ মে) দুপুরে ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এইচএসসি পরীক্ষার্থীরা তাদের কাক্সিক্ষত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আশরাফুল ইসলাম অভিনন্দন জানান। এ সময় তিনি রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকম-লীর ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন।
কলেজ অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
প্রসঙ্গত; চলতি বছরের এসএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড দিনাজপুরে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। এ বছরে দিনাজপুর বোর্ডে পাস করেছে ৭৮ দশমিক ৪৩ ভাগ শিক্ষার্থী। ২০২৩ সালে এই হার ছিল ৭৬ দশমিক ৮৭ ভাগ। চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। গত বছর পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ২ হাজার ৭৩০টি বিদ্যালয়ের মোট ২ লাখ ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স. ম. আবদুস সামাদ আজদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের সংখ্যা ও জিপিএ-৫ এর সংখ্যাও বেশি। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ ছাত্রী। আর ৮ হাজার ৮৫৯ ছাত্রজিপিএ-৫ পেয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর কোনো পরীক্ষার্থী পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ৪টি। ৭৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থী শতভাগ পাস করেছে। ২৭৮টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৭৩০টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ২২১ জন। অনুপস্থিত শিক্ষার্থী ছিল ৯৪১ জন। নিয়মিত পরীক্ষার্থীর পাসের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ১৪৪ জন।