পাবনার সুজানগরে দীর্ঘ ১৫ বছর কোন স্থানীয় সরকার নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার নজির নেই। কিন্তু সদ্য সমাপ্ত সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ তথা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এবং সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের কড়া নজরদারি তথা সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে উপজেলার ৭২টি কেন্দ্রেই ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বস্তরের জনসাধারণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আবদুল ওহাব (মোটরসাইকেল) ৬২৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮৪৪১ ভোট। এছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মোঃ জুয়েল রানা (চশমা) ৬৩২৮৫ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার সিপরা (ফুটবল) ৬৪৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।