রংপুরের পীরগাছায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি, টিউবেকটমি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ সিহাব উদ্দিন শেখ, রংপুরের আঞ্চলিক সুপারভাইজার (এফপিসিএস-কিউআইটি) ডাঃ নবীউল ইসলাম, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ মোছাঃ মুহতারিমা বেগম, ডাঃ রাকিবুল ইসলাম, পারুল ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। কর্মশালায় ইউপি সদস্য, সাংবাদিক ও সুবিধা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।