সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও আহত শিশু হাসপাতালের নতুন ২৬নং ওয়ার্ডে ভর্তি, তাদের পরিচয় পাওয়া গেছে। নিতহ মা সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার খুশিউড়া গ্রামের মো ঃ রমিজ উদ্দিনের মেয়ে জায়েদা খাতুন (৩২)। শিশু নাম জাহিদ হোসেন (২)।
নিহত জায়েদার স্বামীর বাড়ী গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার সদর কফিল উদ্দিনের ছেলে ফারুক মিয়া। ফারুক মিয়া জায়েদা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। ফারুকের আগের স্ত্রীর তিনটি সন্তান রয়েছে। পারিবারিক চাপে ফারুক তার দ্বিতীয় স্ত্রী জায়েদাকে নিজ বাড়ীতে উঠাতে পারেনি। জায়েদা দুই বছরের শিশু জাহিদ হোসেনকে নিয়ে ভালুকা উপজেলার মাস্টার বাড়ী এলাকায় বাসা বাড়ায় থাকতেন ্এবং একটি পোষাক কারখানায় চাকুরী করতেন।
৯ মে বৃহস্প্রতিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মাস্টার বাড়ীর আইডিএল মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় কিছু লোভী মানুষ তার মোবাই ফোন টাকা ও গলারচেইন ছিনিয়ে নিয়ে যায়। একজন পথচারী ৯৯৯ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে পাঠায়। আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে জায়েদা মারা যায়। ডাক্তারা আহত শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলেন। শিশুটি সুস্থ্য হয়ে মায়ের জন্য কান্নাকাটি শুরু করে। হাসপাতালের নার্স শিশুটি আলাদা ভাবে সেবা যতœ করেন। নিহতের কোন লোকজন না পেয়ে ঠিকানা পাওয়ার জন্য পুলিশ জায়েদার আঙ্গুলের ছাপ নিয়ে চেষ্টা করে। তাতেও পরিচয় পাওয়া যায়নি। পরে হাসপাতালের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিলে সেই ছবি ভাইরাল হয়। মানবিক এই ছবি দেখে সরকারের উর্ধতম কর্মকর্তা রাজনৈতিক নেতাসহ অনেকেই শিশুর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান। অবশেষে ৩ দিন পর ঠিকানা পাওয়া গেল।
গত ১১ মে শিশুটি দেখতে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান ময়মনসিংহ হাসপাতালে যান। কিভাবে দুর্ঘটনা ঘটেছে কেহ বলতে পারেনি। তবে অনেকের ধারনা শিশুসহ আত্মহত্যার চেষ্টা করতে পারে। না হলে গভীর রাতে সে কেন মহাসড়কে আসবে। বর্তমানে নিহতের বড়ভাই ররিন হাসপাতালে রয়েছে।
নিহতের ভাই রবিন জানান, ফেইসবুকের মাধ্যমে তার বোনের মৃত্যুর খবর জানতে পারে। সে বোনের লাশ নিতে আসছেন। ময়মনসিংহ কতোয়ালী থানায় যোগাযোগ করছেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, রাত তিনটার দিকে ৯৯৯ কল দিয়ে একজন পথচারী পুলিশকে জানায়। পরে পুলিশ মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। কিভাবে ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। তা বলতে পারেনি। ময়মনসিংহ কতোয়ালী থানার ওসি মাইনুউদ্দিন জানান, ঘটনাটি ঘটেছে ভালুকায়। নিহত জায়েদার বড় ভাই লাশ নিতে কতোয়ালী থানায় এসে। লাশ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে।