নওগাঁর রাণীনগরে এক রাতে সামিট টাওয়ার থেকে তিনটি এবং নলকূপের একটিসহ মোট চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাণীনগর উপজেলার আবাদপুকুর-পতিসর রাস্তার পাশে কালীগ্রাম বড়িয়াপাড়াস্থ গ্রামীণফোন ব্যবহারকারী সামিট টাওয়ারের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাতে টাওয়ারে বিদ্যু‘সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরলে সকালে এসে চুরির বিষয়টি জানতে পারেন কোম্পানীর লোকজন। এ ঘটনায় কোম্পানীর সাইড ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে একডালা ইউনিয়নের সাবেক মেম্বার বড়িয়া পাড়া গ্রামের দুলাল হোসেনের নলকূপ থেকে একই রাতে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সকালে নলকূপে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন বলে দুলাল হোসেন জানিয়েছেন। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ বলেন,ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।