৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন পদে যাছাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র চুড়ান্ত করা হয়েছে। রোববার (১২ মে) নির্বাচন কর্মকর্তা সকল প্রার্থীর উপস্থিতিতে প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি না থাকায় সকল প্রার্থীর প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।
জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র চুড়ান্ত করা হয়েছে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ.লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেস, উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান নিপন, মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহানা দিল আফরোজ রুমি, উপজেলা মহিলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন। এ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২০ মে।