ঝিনাইদহ জেলার শৈলকূপার লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে ৩৬পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার বারইহুদা গ্রামের ইমতাজ বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান ও বোরামারা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুহিদুল ইসলাম সাগর। এ ব্যাপারে শৈলকূপা থানার সেকেন্ড অফিসার এস আই আবদুল জলিল জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের গড়াই নদীর খেয়া ঘাট থেকে মশিয়ার রহমান ও মুহিদুল ইসলাম সাগর নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ পিচ ইয়াবাটেবলেট সহ আটক করেছে। এরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করত। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।