মাগুরায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ভায়নার মোড়, চৌরঙ্গীর মোড়, ঢাকার রোড ঘুড়ে নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। নার্সের ভারপ্রাপ্ত ইন্সটেকটর হাজেরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহাসিন উদ্দিন ফকির, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান, জেলা পাবলিক হেলথ নার্স লীলাবতী বিশ্বাস-সহ অন্যারা। পরে আলোচনা সভা শেষে কেটে দিবসটি উদযাপন করা হয়।