নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন না পাওয়ায় রাবসান জামি (১৬) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন। এটি ঘটেছে ১২ মে সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাবুপাড়ায়।
নিহতের এক স্বজন জানান, রাবসাম জামির বাসা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘী এলাকায়। সে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার সাবেক পৌর কাউন্সিলর মোঃ মোসলেম উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন। লায়ন্স স্কুল এ- কলেজ থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪. ৮৮ নম্বর পায়। ওই ছাত্রের ধারণা ছিল সে গোল্ডেন পাবে। কিন্তু পরীক্ষার ফলাফল উল্টো হওয়ায় মনক্ষুন্ন হয়ে ভাড়া বাসায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসক জানান,হাসপাতালে নেয়ার পুর্বে ওই ছাত্র মারা যান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।