বেনাপোলে সাংবাদিক পরিচয়ে একটি দোকানে চাঁদাদাবির সময় তরিকুল ইসলাম মিঠু (৩৭) নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তিনি যশোরের বাসিন্দা হয়েও প্রতিনিয়িত বেনাপোলে এসে বিভিন্ন দপ্তর ও ব্যক্তিদের কাছ থেকে চাঁদাদাবি করেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রোববার (১২ মে) সকাল ১১ টার দিকে বেনাপোল ছোট আঁচড়া মোড়ে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার যুবক যশোর শহরের বাসিন্দা। স্থানীয়রা বলছেন, তরিকুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রোববার সকালে ছোট আঁচড়া মোড়ে এক দোকানদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জড়ো হয়ে তরিকুলকে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
তরিকুল নিজেকে জাতীয় দৈনিক ’প্রতিদিনের বাংলাদেশ’ যশোর প্রতিনিধি পরিচয় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। সে প্রতিনিয়ত যশোরসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। ইতঃপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে স্থানীয় সাংবদিকদের দাবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আমরা সকাল ১১ টার দিকে একটি ফোন পেয়ে জানতে পারি। বেনাপোলের ছোট আঁচড়া মোড়ে সাংবাদিক পরিচয়দানকারী এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে থানা আনা হয়।