রোববার প্রকাশিত এসএসসি ফলাফলে নওগাঁর পোরশায় চার মাধ্যমিক পর্যায়ে পাশের হার ৯০.৩৭%। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় স্বাক্ষরিত এক ফলাফল পত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্য পত্র মোতাবেক, এবারে এসএসসি পরীক্ষায় এ উপজেলায় ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৬৭৬ জন পরীক্ষার্থী পাশ করেন। এছাড়াও ২৭ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন পাশ করেন। এতে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার- ৫৫.২৫%। অপরদিকে তিনটি ভোকেশনাল উচ্চবিদ্যালয় অংশ গ্রহণকারী- ৬০ জনের মধ্যে পাশ করেছেন- ৫৭ জন। পাশের হার- ৯৫.০০% বলে প্রাপ্ত তথ্যে জানাগেছে।