পিরোজপুরের নাজিরপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস.এম নূরে আলম সিদ্দিকী শাহীনকে রোববার (১২মে) সকাল ১১টায় তার নিজস্ব অফিস কার্যালয় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজিরপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকার নাজিরপুর প্রতিনিধি আকরাম আলী ডাকুয়া, সাবেক সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি সঞ্জিব কুমারা রায়, কে এম সাঈদ ও দৈনিক যুগান্তর পত্রিকার নাজিরপুর প্রতিনিধি এইচ, এম লাহেল মাহামুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের কন্ঠ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাজিরপুর সংবাদদাতা আল-আমিন হোসাইন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি এস এম রোকনুজ্জামান, দৈনিক আমাদের সময় পত্রিকার নাজিরপুর প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা নাজিরপুর প্রতিনিধি মুজিবুর রহমান প্রমূখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহীন নাজিরপুর প্রেসক্লাব সহ উপজেলার সর্ববিষয়ে খোঁজ খবর নেন।