একাধিক ছাত্রীদের যৌণ হয়রানীর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেছিলো স্কুল কর্তৃৃপক্ষ। ওই কমিটির তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ফলশ্রুতিতে স্কুল কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
রোববার সকালে নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (কার্যকরী পরিষদ) সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল জানিয়েছেন, এবার বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রী শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে গত ৬ মে প্রধানশিক্ষকের কাছে অভিযোগ করেন। এরআগেও ছাত্রীদের যৌণ হয়রানীর অভিযোগ ওঠে শিক্ষক মাইদুলের বিরুদ্ধে। তদন্ত কমিটির সদস্য সহকারী প্রধানশিক্ষক নাজমা বেগম ও সদস্য শেখ জেবুন্নেছা জানান, তদন্তে নেমে তারা ছাত্রীদের অভিযোগের বিষয়ে বিভিন্ন প্রমান পেয়েছেন। যে বিষয়গুলো উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি চার দিনের ছুটিতে আছি। স্কুলের প্রধানশিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, ছাত্রীদের যৌণ হয়রানীর অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠণ করা হয়। পরে কমিটির রির্পোট পেয়ে স্কুল পরিচালনা কমিটির সভা ডেকে খন্ডকালীন শিক্ষক মাইদুল ইসলামকে গত ৯ মে থেকে সকল কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।