আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন একই কমিটির নেতৃত্বস্থানীয় তিনজন হেভিওয়েট প্রার্থী।
তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু।
দিন-রাত একাকার করে প্রার্থী ও তাদের সমর্থকরা চষে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল। চেয়ারম্যান পদে হেভিওয়েটের তিন প্রার্থীর প্রচারনাই এখন তুঙ্গে। তিনজন প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী ওয়ার্ড কমিটি ও সেন্টার কমিটি গঠণ প্রক্রিয়া প্রায় শেষের পথে বলেও জানিয়েছেন ওই তিন চেয়ারম্যান প্রার্থী। তবে নির্বাচনের দিনযতোই ঘনিয়ে আসছে, সুষ্ঠু ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা বাড়ছে। কারণ একই দলের একই কমিটির তিনজন হেভিওয়েট প্রার্থী হওয়ায় যেকোন সময় বড়ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।