তৃতীয় ধাপের উপজেলা পরষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন যতীন্দ্র নাথ মিস্ত্রী। তার ঋণ খেলাপীর কারণে ৫ মে যাচাই-বাছাইয়ে যতীন্দ্রনাথ মিস্ত্রী প্রার্থীতা বাতিল করেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। প্রার্থীতা বাতিলে চ্যলেঞ্চকরে প্রার্থীতা ফিরে পেয়ে আপিল কনেন তিনি। বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এর আদালতে ৯ মে শুনানি হয়। আদালত রায় পরবতিতে জানিয়ে দেওয়া কথা বলেন। শনিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো.শহিদুল ইসলাম যতীন্ত্রনাথ মিস্ত্রীর প্রার্থীতার পক্ষে রায় প্রদান করেন। যতীন্ত্রনাথ মিস্ত্রীর নির্বাচন করতে আর কোন বাঁধা নাই। এই তথ্য সত্যতা নিচ্ছিত করেছে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার।
আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মে ছিলো মনোনয়নপ্রত্র দাখিলে শেষ দিন। মনোনয়নপ্রত্র দাখিলে শেষ দিন পর্যন্ত আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীরা মনোনয়নপত্র জমাদেয়। তারা হলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী। ৫ মে যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর কারণে যতীন্দ্রনাথ মিস্ত্রী প্রার্থীতা বাতিল করেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। প্রার্থীতা বাতিলে চ্যলেঞ্চকরে প্রার্থীতা ফিরে পেয়ে আপিল কনেন তিনি। বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এর আদালতে ৯ মে শুনানি হয়। আদালত রায় পরবতিতে জানিয়ে দেওয়া কথা বলেন। শনিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো.শহিদুল ইসলাম যতীন্ত্রনাথ মিস্ত্রীর প্রার্থীতার পক্ষে রায় প্রদান করেন। যতীন্ত্রনাথ মিস্ত্রীর নির্বাচন করতে আর কোন বাঁধা নাই।
উলেখ্য, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামী ২৯ মে আগৈলঝাড়া ভোট অনুষ্ঠিত হবে। এব্যপারে প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী বলেন, আমি ঋণ খেলাপীর ছিলামনা। আমি এক ব্যাক্তির ঋণ প্রস্তাবের ফরমে জামিনদার ছিলাম। কিন্তু সে ব্যক্তি পূর্বে তার ঋণ পরিষোধ করে দিয়ে ছিলেন।