বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত এবং সাত জন আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলেশ্বর তীরবর্তী সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ীর বান্দাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই বালু তোলা শ্রমিক ছিলেন।
নিহত দুই শ্রমিক হলেন পিরোজপুর জেলার ইন্দুকানি উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে মোস্তফা (৫৫) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙা গ্রামের (পিতা অজ্ঞাত) মিলন মিয়া (৩৫)। আহতরা হলেন ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের নওয়াব আলী শেখের ছেলে নাসির শেখ (৩৪) এবং শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের মৃত মুনসুর গাজীর ছেলে খোকন গাজী (৩০), জামাল ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৮), বারেক হাওলাদারের ছেলে সাগর (৩০), মিন্টু মিয়ার ছেলে সোহেল (৩০), বাবুল (৫০) পিতা অজ্ঞাত ও সাউথখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে বাবুল (৪৫)।
সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব জানান, হতাহত শ্রমিকরা সবাই তাফালবাড়ী বাজারের ইট-বালু ব্যবসায়ী নিরব হাওলাদারের গোলায় কাজ করেন। সকাল থেকে তারা বাজারসংলগ্ন বান্দাঘাটা খালে নোঙর করা কার্গো থেকে বালু তুলছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা সবাই পাশের একটি একচালা টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেয়। কিন্তু সাথে সাথে ওই ছাপড়া ঘরের ওপর পর পর দুইবার বজ্রপাত ঘটে। এ সময় তাদের আর্তচিৎকালে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুদিপ্Í সাহা বলেন, বজ্রপাতে আহতদের হাসপাতালে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত পাওয়া যায়। আহত সাত জনকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ডাক্তার সুদিপ্ত সাহা বলেন, আহতরা আশঙ্কামুক্ত।