ব্রাহ্মণবাড়ষ্টিয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়ছে। শনিবার দুপুর ২টায় আশুগঞ্জ খাদ্য গোডাউনে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মইণ। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজলো নির্বাহী র্কমর্কতা শ্যামল চন্দ্র বশাকরে সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রউফ, খাদ্যগুদামরে ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. সোলাইমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা অটো ডায়ার সালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম জারু মিয়া, সাধারণ সম্পাদক হাজী জিয়াউল করিম খান সাজু, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ জোবায়ের হায়দার বুলু, ব্যবসায়ী হাসান ইমরানসহ বিশেষ ব্যক্তির্বগ উপস্থতি ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রইুুফ জানান, এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে সিদ্ধ চাউল ৪৫ টাকা কেজি দরে ৪৫ হাজার ৫৩১ মেট্রিক টন, আতব চাউল ৪৩ টাকা ধরে ৪ হাজার ৪৯৬ মেট্রিক টন ও ৩০ টাকা ধরে ৪১৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ৩১ আগষ্টের মধ্যে এ সংগ্রহ শেষ করতে হবে।