দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করাই কাল হয়ে দাঁড়িয়েছে জেলার মুলাদী উপজেলার ক্লিনইমেজের চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন খসরু’র।
যেকারণে দুইটি ছবিকে ঘিরে দ্বিতীয় ধাপের মুলাদী উপজেলার নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী এখন নানা অপপ্রচারে মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে পুরো উপজেলা জুড়ে চরম উত্তাপ ছড়িয়ে পরেছে। শনিবার (১১ মে) সকালে দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরু গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৬ মে উপজেলার সফিপুর ইউনিয়নে গিয়ে অটোরিকশা চালককে ভাড়া দেওয়ার সময় এবং একটি দোকান পুড়ে যাওয়ায় স্থানীয়দের অনুরোধে প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাহায্য করার সময় সমর্থকরা ছবি তুলেছেন। ওই ছবি দুটি ব্যবহার করে প্রতিদ্বন্ধী প্রার্থীরা এখন আমার বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন।
প্রশ্ন রেখে জহির উদ্দীন খসরু বলেন, ভোটের জন্য প্রকাশ্যে জনসম্মুখে কোন ভোটারকে টাকা দিলেই কি ভোটাররা তা গ্রহণ করেন। মূলত প্রতিদ্বন্ধী প্রার্থী তার নিজের অবস্থান নড়েবড়ে দেখে আমাকে হয়রানীর উদ্দেশ্যে অপপ্রচারের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের মিথ্যে অভিযোগ করেছেন।
সূত্রমত্রে, ওই উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের প্রার্থী তারিকুর হাসান খান মিঠু ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ এনে জহির উদ্দীন খসরুর প্রার্থীতা বাতিলের দাবি করে লিখিত আবেদন করেন। ফলে জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানির্ং কর্মকর্তা মনদীপ ঘরাই দোয়াত-কলম মার্কার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু বলেন, যথাসময়ে কারণ দর্শানোর উত্তর দেওয়া হবে। ভোটের জন্য টাকা বিতরণ উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার পরিপন্থী উল্লেখ করে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন বলেন, রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ, আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জহির উদ্দীন খসরু দোয়াত-কলম, তারিকুল হাসান খান মিঠু আনারস ও তারেক আহমদ খান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।