ময়মনসিংহের ভালুকায় আন্তঃজেলার ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব এলাকার একটি সিএনজি পাম্পের পাশে রোড ডাকাতির প্রস্তুুতি কালে পুলিশ ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। আরো ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। তিন ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে।
আটকৃত হলেন আবদুল কাইয়ুম (৩০) পিতা আবদুল সালাম বাড়ী উপজেলার মেদুয়ারী গ্রামে। শান্ত মিয়া (২৫) পিতা মৃত আলাল মিয়া বাড়ী উপজেলার বর্তা গ্রামে। আল আমীন (২৬) পিতা এলাহী শেক বাড়ী উপজেলার বিরুনীয়ার কাইচান গ্রামে।