বাগেরহাটের শরণখোলা বজ্রাঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার বান্ধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস মো. কামরুজ্জামান।
নিহতরা হলেন-মোস্তফা (৫৫) এবং মিলন (৩৫)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, বজ্রপাতে আহত মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বজ্রপাতের পর ঘটনাস্থলেই তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। অন্য আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম কামরুজ্জামান খান জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে ইট-বালুবোঝাই একটি ট্রলার তাফালবাড়ি এলাকার বান্দাঘাটা খালে পৌঁছালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় ওই ট্রলারে থাকা শ্রমিকরা বৃষ্টি থেকে রক্ষা পেতে একটি ঘরে আশ্রয় নিতে যাচ্ছিলেন। তখনই বজ্রপাত হলে সবাই কমবেশি আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।