পুঠিয়ায় থানার দুইজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক দাবি করার অভিযোগ উঠেছে। দাবি পূরণ না করলে সাধারণ মানুষদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগিরা এদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। থানার একাধিক পুলিশ সদস্যরা জানায়,পুঠিয়া থানার সহকারি উপ পরিদর্শক(এএসআই) শাআলম দীর্ঘদিন যাবত ধরে থানার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসছেন। সে বেশিরভাগ সময়ে থানার দায়িত্ব পালন করেন না।
তার থানা এলাকার যত অপরাধ জগতের মানুষের সঙ্গে তার সখ্যতা রয়েছে। বিশেষ করে যারা প্রতিদিন লাখ লাখ টাকার মাদক কারবারি করছে তাদের সঙ্গে। তার সঙ্গে চুক্তি না করলে উপজেলায় কোনো অপরাধ করার সাহস পায় না। ৮ মে বুধবার উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামে পারিবারিক ছোট মারামারি হয়। এক পক্ষ থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগটি নিস্পত্তি করার জন্য সহকারি উপ পরিদর্শক(এএসআই) শাআলম চার হাজার টাকা দাবি করে। রমজান আলি বলেন, আমার মায়ের সঙ্গে আমার চাচাত ভাবির ছোটখাটো ঝামেলা হয়ে ছিল। ভাবি অভিযো দিয়েছেন। আমরা থানায় অভিযোগ দিতে চাইলে অভিযোগ নেয়নি।
শাআলম আামাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। আমি এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ১০ মে রাতে একটি অভিযোগ দিয়েছি। খুটিপাড়ার সমশের আলি বলেন,বর্তমানে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা করা হলে টাকা না দিলে ভুক্তভোগিরা কোনো সেবা পায় না। উপজেলার প্রায় ২০টি স্থানে পুকুর খননের কাজ চলছে। ১০ চাকার ডামট্রাক দিয়ে গ্রামীণ সড়কগুলো নষ্ট করা হচ্ছে। সবচেয়ে বেশি পুকুর খনন করার হচ্ছে শিলমাড়িয়া ইউনিয়নে। এ ইউনিয়নের সাধনপুরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। একসময় সাধনপুর সর্বহারা অধুষিত এলাকা ছিল। বর্তমানে এখানে মাদকবারবারিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) মান্নান হোসেন মাদক কারবারি এবং পুকুর খননকারীদের নিয়ন্ত্রণ করে থাকেন বলে অভিযোগ উঠেছে।
সড়গাছি গ্রামের হাবির বলেন, এসআই মান্নানের অনৈতিক দাবি অনুযায়ী টাকা না দিতে পাড়লে শিলমাড়িয়া ইউনিয়নে অপরাধমূলক কোনো কাজ করা সম্ভব না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুকুর খননকারীরা বলেন, মান্নান সাহেবকে প্রতিদিন টাকা দিয়ে তারপর প্রতিটি পুকুর খননকারীকে ভেকু চালু করতে হয়। টাকা না দিলে ব্যাটারি খুলে আনেন। টাকা দিলে ব্যাটারি দিয়ে দেয়। শুধুমাত্র পুকুর খনন হতে সে প্রতিদিন কয়েক লাখ টাকা আদায় করছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইদুর রহমানকে পুকুর খনন করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অতীতের দুর্নামের ভয়ে শিলমাড়িয়া এলাকায় যায় না। আমি টাকা পিছনে ঘুড়ি না। শাআলম এবং মান্নানের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।