ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর। এতে ভাতাভোগী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে সচেতন করতে গত বৃহস্পতিবার থেকে মাইকিং শুরু করেছেন সমাজসেবা অফিসের মাঠ কর্মীরা। এমন ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া উপজেলায়। জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছে ৪৮ হাজার ৬৫৪ জন। তাদের জন্য বার্ষিক বরাদ্দ আসে ৩২ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে নতুন ভাতাভোগী হয়েছে ৪ হাজার ২০০। এই নতুন ভাতাভোগীরা আসন্ন কোরবানি ঈদের আগে জনপ্রতি এক বছরের প্রথম কিস্তিতে পাবেন ১০ হাজার ২০০ টাকা। কিন্তু তাদের অর্থ হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে প্রতারক চক্র। গত কয়েক দিনে বিভিন্ন গ্রামের হাজারো ভাতাভোগীর নগদ অ্যাকাউন্টের ওটিপি নম্বর হাতিয়ে নিয়েছে তারা। এতে ভাতাভোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রতিকার পেতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের উদ্যোক্তা পয়েন্টে ভিড় করছেন অনেকে। স্থানীয় সমাজসেবা অফিসেও ভিড় করছেন তারা।
ফুলবাড়িয়ায় প্রতারকের খপ্পরে হাজারো ভাতাভোগী অসহায় মানুষ।
নগদ উদ্যোক্তা পয়েন্টে সেবা নিতে আসা প্রতিবন্ধী ভাতাভোগী অজুফা খাতুন বলেন, 'আমাকে কল করে সমাজসেবা অফিসের লোক পরিচয় দিয়ে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকালে এসেছি এই অফিসে। সার্ভার নাকি কাজ করছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থেকে আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।'
কুশমাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মাথায় হাত দিয়ে বসে আছেন স্থানীয় সমাজসেবা অফিসে। তাঁর ওয়ার্ডের শতাধিক ভাতাভোগীর নগদ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
উপজেলা সদরের নগদ উদ্যোক্তা পয়েন্ট লীন টেলিকমের পরিচালক শাহজাহান কবীর বলেন, 'আমাদের কাছে প্রতারণার শিকার যেসব ভাতাভোগী আসছেন, তাদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের নতুন ভাতাভোগী বেশি।'
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হকের ভাষ্য, এই ধরনের প্রতারণা রোধে জনসচেতনতার বিকল্প নেই। ডিজিটাল প্রতারণার বিষয়ে ভাতাভোগীদের সচেতন করতে গত বৃহস্পতিবার থেকে মাইকিং করা হচ্ছে।