আগামী ৮মে অনুষ্ঠেয় পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আবদুল ওহাব ব্যাপক গণসংযোগ করছেন। তিনি শুক্রবার দিনভর উপজেলার আহম্মদপুর এবং রানীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগে ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাব সর্বস্তরের জনসাধারণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সুজানগরকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং জবরদখলদার মুক্ত একটি শান্তি ও সম্প্রীতির মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি নির্বাচিত হলে সুজানগরের প্রত্যাশিত উন্নয়ন এবং সুজানগরবাসীর ভাগ্যন্নোয়নে নিঃস্বার্থভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।