কচুয়ায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন শেষে আজ ৩ মে শুক্রবার জুমার নামাজ পড়ার মাধ্যমে নামাজ পড়া শুরু হয়েছে। গত ৩০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ৬ষ্ঠ পর্যায়ের ভার্সুয়ালী উদ্বোধনকৃত ৫০টি মডেল মসজিদের মধ্যে বাগেরহাটের কচুয়া মডেল মসজিদ একটি। মডেল মসজিদটি উদ্বোধন হয়ে গেলেও মসজিদটির সামনে ১টি বিল্ডিং ও জায়গা অধিগ্রহনে দেরী হওয়ার কারণে নামাজ পড়া সম্ভাব হয়নি। সমস্যা সমাধান করে অবশেষে ৩ মে ২০২৪ জুমার নামাজ পড়ার মাধ্যমে মডেল মসজিদটিতে নামাজ পড়া শুরু হেেলা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ভুমি দাতা এ্যাড: মীর শওকাত আলী বাদশা, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মহাসীন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শিকদার কামরুল হাসান কচি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলার বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা গনপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু আমাদের প্রতিনিধিকে জানান যে, ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩ তলা বিশিষ্ঠ এ মসজিদের নিজ তলায় ইসলামিক ফাউন্ডেশনের সাংকৃতিক কেন্দ্র। ২য় ও ৩য় তলায় প্রায় ৮/১০ হাজার মুসল্লির নামাজ পড়ার স্থান।এছাড়াও আরও আছে মহিলাদের নামাজ পড়ার স্থান।