স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার করে লাগসই প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষে পাবনার সুজানগরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনভর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং সুজানগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক কর্মকর্তা মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন। সেমিনারে ৫টি স্টলে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়।