পাবনার সুজানগর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থক-কর্মীদের সাথে সুজানগর থানা পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১জন গুলিবিদ্ধসহ ৭জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ভায়না গ্রামের কালীরমোড় নামকস্থানে উপজেলা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাবের সমর্থক আবদুল আওয়াল প্রামাণিককে অপর চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থক বাদশা প্রামাণিক মারপিট দিয়ে আহত করে। এখবর ছড়িয়ে পড়লে আওয়ালের লোকজন আবার বাদশা প্রামাণিকের চাচা মজিদ প্রামাণিককে মারপিট দিয়ে আহত করে। এরই একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থক-কর্মীরা তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাবের সমর্থক ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ এবং চেয়ারম্যান প্রার্থী শাহীনের সমর্থক-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে এসআই মনসুর রহমান ও ৩জন পুলিশ সদস্য আহত হওয়া ছাড়াও পুলিশের শর্টগানের গুলিতে ওই বাদশা প্রামাণিক আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজ, গনি ও বাদশাকে আটক এবং ধারালো অস্ত্র ও ডাল উদ্ধার করে। আহতদের মধ্যে আওয়াল ও মজিদকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ৪জনকে আসামি করে সুজানগর থানায় একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান।