নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিরবে সরবে ভোটের মাঠে লড়ছেন চেয়ারম্যান পদে ৫ প্রার্থী। গত ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা মাঠে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। নিরবে সরবে এখন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনী মাঠ। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন (মোটরসাইকেল) প্রতীক। বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার নেতা মোঃ আজমল হোসেন সরকার (আনারস) প্রতীক, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা ফিরোজ (টেলিফোন) প্রতীক, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ আরফান সরকার রানা (দোয়াত কলম) প্রতীক ও জাতীয় ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা ফয়সাল দিদার দিপু ঘোড়া প্রতীক। ব্যাংকে ঋণ খেলাপি হওয়ায় প্রার্থীতা বাতিল হয়ে যায় চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসিন আলী রুবেল। এদিকে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিন জন। এদের মধ্যে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মহসিন মন্ডল মিঠু (চশমা) প্রতীক, সৈয়দপুর উপজেলা কৃষকলীগ নেতা মোঃ আনোয়ারুল ইসলাম, (টিউবওয়েল) প্রতীক ও সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ (তালা) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। সানজিদা বেগম লাকী, (পদ্মফুল), মোস্তাফিজা হোসেন শিলা (প্রজাপতি) প্রতীক ও সুমিত্রা রানী (কলস প্রতীক)। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল কুদ্দুস সরকার জানান,ইতিমধ্যে সকল প্রকার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপজেলায় এবার ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৩৪৮ জন। তার মধ্যে ৫টি ইউনিয়নে ভোটার ১ লাখ ১৪ হাজার ৮০১ জন এবং পৌর এলাকায় ১ লাখ ৫৪৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ২৪৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৭ হাজার ১০৪ জন। আগামী ২১ মে ভোট গ্রহণ। ভোটাররা জানান, এ বছর ব্যতিক্রমী নির্বাচন। দলীয় প্রতীক নেই। জোড় করে ভোট নেয়ার সুযোগও নেই। এমন কথা শুনতে পারছি। তারা জানান সৈয়দপুরে উর্দুভাষীর সংখ্যা বেশী। তারা যাকে ভোট দিবে সে জয়ী হবে।