ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই ভোটের মাঠে নেমে পড়েছেন চাটমোহর উপজেলার প্রার্থীরা। বসে নেই তাঁদের কর্মী-সমর্থকরাও। গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেছেন তারা। বিভিন্ন এলাকায় গণসংযোগ,উঠান বৈঠক,ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি দিচ্ছেন মোটরসাইকেল শোডাউন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এবার ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে অনেকের অভিমত।
চাটমোহর উপজেলা পরিষদের ৩টি পদে এবার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সা.সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (প্রতীক আনারস) এবং পাবনা জজকোর্টের এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী (প্রতীক ঘোড়া)। চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র প্রত্যাহার করায় দুলাল মির্জার জয়লাভ করা এখন সময়ের ব্যাপার বলে অনেকের মন্তব্য। কেউ কেউ বলছেন, এ্যাড.সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারবেন না।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (প্রতীক টিউবওয়েল), মোঃ আসাদুজ্জামান পান্না (প্রতীক চশমা), ওবায়দুল ইসলাম মিঠু (প্রতীক উড়োজাহাজ) ও হুমায়ুন কবির (প্রতীক তালা)। নির্বাচনে টিউবওয়েল ও চশমার মধ্যে তীব্র লড়াই হবে বলে প্রাথমিক জনমত জরিপে আভাস পাওয়া গেছে।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন (প্রতীক ফুটবল), সাবিনা ইয়াসমিন রানী (প্রতীক কলস) ও আরিফিন আকতার লিলি (প্রতীক হাঁস)। এ পদে রানী ও ফিরোজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছেন। দিচ্ছেন না প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী ২১ মে ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কোন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা।