ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তিনটি পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহঃপ্রতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীরা আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. তাজুল রায়হান। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-মোহাম্মদ হারুন অর রশীদ, মোঃ রুহুল আমীন, সেলিমা বেগম, মোঃ কামরুজ্জামান, শাহ মোঃ আলমগীর, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ মফিজ উদ্দিন মন্ডল, মোহাম্মদ শরাফ উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- মোঃ আঃ কদ্দুস, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ কামরুজ্জামান (পারভেজ), মোঃ কবির হোসেন, রাজু আহাম্মদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- সংগীতা রানী সাহা, পারভীন সুলতানা, মোছাঃ নাসিমা আকন্দ, মোছাঃ রুপা আক্তার, আসমা খাতুন। উল্লেখ্য তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ৫ মে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মে এর মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ তারিখের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১২ মে ও ১৩ মে প্রতীক বরাদ্দ। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।