মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশ একটি স¦াধীন দেশ। স্বাধীন দেশে স্বাধীন ভাবে মানুষ বসবাস করবে এটাই স¦াভাবিক। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ হয়েও মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ ক্ষমতার অপব্যবহার করার কারণেই জনসাধারণ মানবাধিকার থেকে বঞ্চিত। যাদের ক্ষমতা আছে কেবল তারাই তাদের অধিকার টুকু ফিরে পায়। অথচ সাধারণ মানুষ সব সময় অবহেলায় বঞ্চনায় থাকে। তাহলে প্রশ্ন থাকতেই পারে দেশ স্বাধীন হয়েও জনসাধারণ কেনো মানবাধিকার থেকে বঞ্চিত? একটি স্বাধীন দেশের সরকার হয়েও কেনো মানুষের অধিকার টুকু ফিরিয়ে দিতে ব্যর্থ? নিশ্চয় একটি স¦াধীন দেশের সরকারের দায়িত্ব মানুষের প্রাপÍ অধিকার টুকু ফিরিয়ে দেওয়া। একটি দেশের সরকারের উপর জনগণের আস্থা থাকে। কিন্তু যখন রিপোর্টে আসে ক্ষমতাশীন সরকাররা মানুষের মানবাধিকার লঙ্ঘনের কারণ তখন ব্যাপার টা কেমন দাঁড়ায়? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালে এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উল্লেখযোগ্য মানবাধিকার বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক-গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দি, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা। গুরুতর সরকারি দুর্নীতি, দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ওপর গুরুতর সরকারি বিধিনিষেধ বা হয়রানি, ব্যাপক লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, যৌন সহিংসতা, কর্মক্ষেত্রে সহিংসতা, শিশু, বাল্য এবং জোরপূর্বক বিবাহ, স্বাধীন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ এবং শিশুশ্রমের সবচেয়ে খারাপ রূপের অস্তিত্ব বাংলাদেশে রয়েছে বলেও এতে বলা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, সরকারি সুবিধা থেকে নানাভাবে মানুষ নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে সাধারণ মানুষ অধিকার ফিরিয়ে দিবে কে? একটি স্বাধীন দেশ হিসেবে এটা কোনো ভাবেই কাম্য নয়। যতদ্রুত সম্ভব মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সরকারকে। এক্ষেত্রে সরকারি ভাবে যত জায়গায় মানুষ হয়রানি হচ্ছে তদন্ত টিম গঠন করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষের অধিকার আদায়ে সরকারকে আরো সচেতন হতে হবে। তাহলেই স্বাধীন দেশের জনগণ বলতে পারবে আজ আমরা স্বাধীন নাগরিক।