ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান মে দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা মে) নাঈম চক্ষু হাসপাতাল এর উদ্যোগে হাসপাতালের দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এই কর্মসূচি উদ্বোধন করেন নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন। এ সময় নাঈম চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ হাফিজুল হক হাফিজ উপস্থিত ছিলেন।
পৌরশহরের কলেজ রোডস্থ সরকার ম্যানশন, ২য় তলা হাসপাতালে সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৫ টায় পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা প্রায় শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে নিজের ভাল লাগে। যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু সেবা। পূর্বেও আমিও এমন চক্ষু সেবা ব্যবস্থা করেছিলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।