বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় ঢাকা বরিশাল মহাসড়কের নতুন হাটে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান খান রাকিবোর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করেন।
পরে উপজেলা উপজেল যুবদলের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবদল নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলে সদস্য সচিব মোঃ এবায়দুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক এইচএম লিমন, লিটন তালুকদার প্রমূখ
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোমবার নিম্ন আদালতে জামিন চাইতে যান। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।