গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরের প্রধান সড়কে বিভিন্ন সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শ্রমিকদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতনের চিত্র ও অঙ্গ-ভঙ্গির মাধ্যমে তুলে ধরা হয়।
"মালিক শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে দিবসটি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়। গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি:১৪০৭) উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কাপাসিয়া শাখা, সিএনজি অটো রিক্সা মালিক সমিতি, শ্রমিকলীগ, অটোরিকশা সমিতিসহ অন্যান্য সংগঠন।
শোভাযাত্রা শেষে কাপাসিয়া সদর বাস টার্মিনালে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতি আশরাফুল আলম বাবলুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ফকির পরিচালনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল কবির মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জলসিঁড়ি পরিবহনের চেয়ারম্যান খোকন প্রমুখ।