আসন্ন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের নির্বাচনী প্রচারণা উপলক্ষে রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে পথচারী, ভ্যানচালক, মাঝি শ্রমিক, বাস শ্রমিক সহ বিভিন্ন লোকজনের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি, সুপেয় স্যালাইন পানি, ফল ও শরবত বিতরণ করা হয়েছে। বুধবার (পহেলা মে) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে এ সকল শরবত বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মো. ইসহাক শেখ, মো. কবির শেখ, জাহিদ হাসান, মো. লিটু বিশ্বাস, আবুল হাসান বেপারি, মো. ফজলু মাতুব্বর, এস এম এ লিটন, পূর্ব রূপসা বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন, ছাত্রলীগ নেতা রাজা আহমেদ, এশারাত হাওলাদার, মো. নজু মিনা, মোতালেব হোসেন, জামাল হোসাইন, মো. মজনু হাওলাদার, মো. স্বপন ফকির, শুকুর শেখ, বাবুল আহমদ, মো. মনির শেখ, মো. জাহাঙ্গীর শেখ, বাবু মিনা, সিরাজুল মিনা, রফিক মিনা, আলামিন মল্লিক, মো. ইব্রাহিম খা প্রমুখু।