ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান তীব্র তাপদাহে চলাচলকারী তৃষ্ণার্ত পথচারী ও রিকশাওয়ালাদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে (১ লা মে) উপজেলায় শহীদনগর, দেউলপাড়া চৌরাস্তা মোড়সহ আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবী সেবামূলক
সংগঠন শহীদনগর ফ্রেন্ডশীপ ক্লাবের আয়োজনে প্রায় ৭ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়।
এ সময় উপস্থতি ছিলেন শহীদনগর ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি সোহানোর রহমান সোহাগ, সদস্য তাহসীনুল হাসান তাসিন, মোঃ নাসির উদ্দিন, মোঃ রিফাত ও অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন শহীদনগর ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি সোহানোর রহমান সোহাগ বলেন, প্রচন্ড গরমে পথচারী, শ্রমজীবি ও রিকশাওয়ালাদের একটু স্বস্তি দিতে গত ২দিনে প্রায় ৭' শ মানুষের মাঝে ফ্রী বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।