পটুয়াখালীর বাউফলে জাতীয় শ্রম দিবস পালিত হয়েছে। আজ ১ লা মে সকাল ১০ টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে শ্রমীকগীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শ্রমিকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বাউফল উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও মটরচালক লীগ দিবসটি পালন করেন।
১ লা মে বিশ্বের অনেক দেশেই 'মে ডে' পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে। কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে।
১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, 'আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম'।
সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন।। সে সময় কারখানায় কোন নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সেসময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্পকারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র।
পরবর্তী কয়েক দিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতি মহল পছন্দ না করলেও, আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, রিয়াজ শিকদার, ইব্রাহিম খলিল শামসুল কবির নিশাত প্রমুখ। সাভাশেষে দোয়া মিলাদ ও তবারক বিতরণ করা হয়।