খুলনার ডুমুরিয়ায় মানবতার সেবায় সকল তৃষ্ণার্থ মানুষের মাঝে খাবার স্যালাইন,বিস্কুট ও পানীয় বিতরণ করা হয়েছে। বুধবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে হিউম্যান রাইটস এ- হেলথ কেয়ার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রভাষক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার।
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,কলেজ প্রিন্সিপ্যাল আবু দাদরা মোঃ আরিফ বিল্লাহ,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট মোঃ মুনিমুর রহমান নয়ন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজাহান জমাদ্দার। আরো উপস্হিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর মোল্যা,বিএম নিজাম উদ্দীন,শুকুর আলীসহ সোসাইটির অন্যান নেতৃবৃন্দ। উপস্হিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ পথচারী তৃষ্ণার্থ সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন, লেবুর সরবত,বিস্কুট বিতরণ করেন।