পাবনার চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে দর্জি, হোসিয়ারি, ওয়ার্কশপ, ডেইরি, পোল্ট্রি, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।
পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি খন্দকার আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ মাস্টার, নির্মাণ ট্রেড শ্রমিক ইউনিয়নের নেতা শুকুর আলী, ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাজী মুহাম্মদ মুরাদ হোসেন, রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শামীনুর রহমান শামীম, ওয়ার্কশপ ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শ্রমিক নেতা জামিরুদ্দীন, মনির হোসেন ও মিরাজ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।