পাবনার চাটমোহরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস। মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) বিভিন্ন শ্রমিক সংগঠণ র্যালী, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা শাখা সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সুরুজের সঞ্চালনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়া পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি কাভারভ্যান শ্রমিক ইউনিয়ন র্যালী বের করে। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আরিফিন আকতার লিলি, পৌর কাউন্সিলর কামরুল হাসান মিন্টু, শ্রমিক নেতা সাখোয়াত হোসেন, আনিসুর রহমান আন্নু, জিয়া, কালু প্রমুখ উপস্থিত ছিলেন।।
এছাড়া চাটমোহর কুলি মজুর ইউনিয়ন, চাটমোহর রংমিস্ত্রি সমবায় সমিতি, চাটমোহর রিক্সা শ্রমিক সমিতি, সিএনজি, অটোবোরাক মালিক শ্রমিক সমিতি পৃথকভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।