পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং তার কর্মী-সমর্থকদের উপর ধারাবাহিক হামলা, সাধারন ভোটারদের ভয়-ভীতি দেখানো ও এজেন্টদের কেন্দ্র থেকে বিতাড়িত করার হুমকী দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিমের ছোট ভাই দোয়াত কলম প্রতীকের প্রার্থী নূরে আলম সিদ্দিকী শাহীন এর কর্মীদের বিরুদ্ধে ওই অভিযোগ করেন আনারস প্রতীকের প্রার্থী ডাঃ দীপঙ্কর নাগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচনে অন্য সব প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও চেয়ারম্যান প্রার্থী শাহীন তার সাথে বৈরী আচরণ করছেন। বিভিন্ন সময় শাহীনের কর্মীরা তার নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়া, কর্মীদের মারধর করার পাশাপাশি তার এজেন্টদের কেন্দ্র থেকে বিতাড়িত করার হুমকীসহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যক্তিগত মোবাইল ফোনে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দীপঙ্কর নাগ। গত সোমবার রাতে নাজিরপুর-ঢাকা সড়কের ভাইজোড়া নামক এলাকায় তার প্রধান নির্বাচনী সমন্বয়ক সঞ্জীব কুমার হালদার এর রহস্যজনক মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনাকে সড়ক দূর্ঘটনা হিসেবে প্রচার করা হলেও তিনি এটিকে পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন। ডাঃ দীপঙ্কর নাগ ওইসব ঘটনা এবং তার নির্বাচনী প্রধান সমন্বয়কের অপমৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এভাবে অত্যাচার,নির্যাতন ও বাধা চলতে থাকলে তার কর্মীদের জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতেও পারেন।
দীপঙ্কর নাগ এর সব অভিযোগ অস্বীকার করে নূরে আলম সিদ্দিকী শাহীন এ সংবাদদাতাকে জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে ডাঃ দীপঙ্কর নাগ তার বরিুদ্ধে ওই সব মিথ্যা অভিযোগ করছেন। শাহীন জানান তৃতীয় কোন পক্ষের উস্কানিতে ডাঃ নাগ এ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছেন।